Saturday, November 29, 2025
HomeScrollচাঁদের অবস্থান তুলায়, কোন রাশির ভাগ্য উজ্জ্বল আজ?
Horoscope Today

চাঁদের অবস্থান তুলায়, কোন রাশির ভাগ্য উজ্জ্বল আজ?

কেমন যাবে আপনার আজকের দিন?

ওয়েব ডেস্ক: রাশিফলে (Rashifal) আজকের দিনটি (২৮ নভেম্বর, ২০২৪) বিশেষ গুরুত্বপূর্ণ বলে ধরা হয়েছে মূলত চাঁদের অবস্থান তুলা রাশিতে থাকার কারণে। জ্যোতিষীয় নিয়মে চাঁদের অবস্থান প্রতিদিনের মানসিক অবস্থা, সিদ্ধান্ত, সৌভাগ্য, সম্পর্ক ও কাজের গতিকে প্রভাবিত করে।

মেষ: পেশাগত কাজে দ্রুত সিদ্ধান্ত ফল দেবে। নতুন সুযোগ আসবে।
বৃষ: কর্মক্ষেত্রে সাফল্য ও প্রেরণা মিলবে। ঝুঁকি নেওয়া লাভজনক। স্বাস্থ্য ভালো।
মিথুন: কর্মজীবনে বিভ্রান্তি বাড়বে। ধৈর্য ধরুন, বিতর্ক এড়ান।
কর্কট: নতুন কাজ চ্যালেঞ্জিং। রাস্তায় ও পরিবারে সতর্কতা জরুরি।

আরও পড়ুন: লক্ষ্মী নারায়ণ রাজযোগে সুখের দিন আসতে চলেছে এই পাঁচ রাশির

সিংহ: দল আপনাকে মূল্য দেবে। চাকরিস্থলে সুখবর পেতে পারেন। অহংকার সামলান।
কন্যা: বাড়তি প্রতিশ্রুতি দেবেন না। নিয়ম মেনে চলুন।
তুলা: দক্ষতা বাড়বে। পদোন্নতি/বদলির সম্ভাবনা। স্বাস্থ্য ভালো।
বৃশ্চিক: আত্মবিশ্বাস বাড়বে। সিদ্ধান্ত নেওয়ার সময়। পরিবার-প্রেমে ভালো সময়।
ধনু: অনুপ্রেরণাহীন লাগতে পারে। ইতিবাচক মনোভাব দরকার।
মকর: স্পষ্টবাদিতা ভুল বোঝাবুঝি আনতে পারে। কাজের দিন ভালো।
কুম্ভ: খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ জরুরি। নিজের দক্ষতায় আস্থা রাখুন।
মীন: নিরবচ্ছিন্নভাবে কাজ এগোবে। বন্ধুদের সাথে সময় আনন্দদায়ক।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News